শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

মঞ্চ নাটক

বাতিঘরের নাটক 'ভগবান পালিয়ে গেছে ' এর প্রদর্শনী আজ ও আগামীকাল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৭ অপরাহ্ন, ৩১শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

সম্প্রতি প্রতিষ্ঠার এক যুগ পূর্ণ করেছে বর্তমান সময়ের জনপ্রিয় নাট্যদল বাতিঘর। একঝাঁক তরুণ নাট্যকর্মী নিয়ে ২০১১ সালের ১১ জুন নতুন কিছু করার দীপ্ত প্রত্যয় নিয়ে শুরু করেছিল তাদের পথচলা। দীর্ঘ এই পথ চলায় তারা মঞ্চে এনেছে নানা ব্যতিক্রমধর্মী নাটক যা সমৃদ্ধ করেছে এদেশের নাট্যাঙ্গনকে। তাদের এই পথচলায় যুক্ত হয়েছে নতুন নাটক 'ভগবান পালিয়ে গেছে' , যা উদ্বোধনী প্রদর্শনীর পরপরই দর্শকের মাঝে ব্যাপক সারা ফেলেছে। সেই ধারাবাহিকতায় বাতিঘর তাদের নতুন নাটক 'ভগবান পালিয়ে গেছে' - এর দুটি প্রদর্শনীর আয়োজন করেছে।

আজ ৩১ জুলাই, সোমবার এবং আগামীকাল ১ আগষ্ট, মঙ্গলবার, বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় বাতিঘর নাট্যদলের নতুন নাটক 'ভগবান পালিয়ে গেছে ' এর ৩য় এবং ৪র্থ প্রদর্শনী হতে যাচ্ছে। এ নাটকটির রচনা ও নির্দেশনা দিচ্ছেন মুক্তনীল।


বাতিঘর নাট্যদলের নাটক 'ভগবান পালিয়ে গেছে ' - ছবি: সংগৃহীত

এই প্রসঙ্গে নাট্যকার ও নির্দেশক মুক্তনীল গণমাধ্যমকে বলেন, “ভগবান পালিয়ে গেছে আসলে আক্ষরিক অর্থে ভগবানের পলায়ন নয়। এটা আমার আমি’র পলায়ন। দিনে দিনে আমরা সবাই যাকে হারিয়ে ফেলছি। আমাদের সত্ত্বা, বিবেচনা, মানবিকতা সর্বোপরি আমাদের বিবেক।”

সুত্রে জানা গেছে, বিশ্বাস পুঁজি করে মানুষ এগিয়েছে সাফল্যের চূড়ায়। তেমনি তলিয়ে গেছে অতল অন্ধকার গব্বরে। বিজ্ঞান যখন প্রত্যন্ত অঞ্চলে আলোর স্ফুরণ পৌঁছে দিয়েছে। তখনো বিশ্বাসীরা তাদের স্বীয়শক্তিতে অন্ধত্বের চরমে মুখ থুবড়ে পড়ছে। ধর্মবিশ্বাস এরমধ্যে দুর্দান্ত প্রতাপে এগিয়ে। যেহেতু মানুষের আশ্রয় প্রয়োজন, ধর্মের কাছে এসে তারা সেই আশ্রয় গ্রহণ করে। খেলার আরম্ভটা হয় সেখান থেকে।


বাতিঘর নাট্যদলের নাটক 'ভগবান পালিয়ে গেছে ' - ছবি: সংগৃহীত

শাস্ত্র অনুযায়ী ঈশ্বরের কোনো রূপ নেই, কিন্তু তার ইচ্ছে আছে। অর্থাৎ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিষয়টিকে এভাবেও ব্যাখ্যা করা যায়, আপনার ভেতরে একটা সত্ত্বা আছে, যাকে আপনি দেখতে পান না। কিন্তু সে প্রতিনিয়ত আপনাকে দেখছে। এই সবকিছু করতে গিয়ে আপনি নিশ্চয়ই অনুভব করেন যে আপনার গভীরে একজন ‘আমি’ বসবাস করে। আপনার বাহ্যিক আচরণের হয়ত অনেক কিছুর সাথেই রয়েছে সেই আমি'র দ্বন্দ্ব। ভেতরের সেই চরম অনুভূতিশীল মানবিক যে সত্ত্বা প্রতিমুহূর্তে আপনাকে দেখে যাচ্ছে, তাকেই আমি (লেখক) বলছি ভগবান। যে চোখ দিয়ে দেখছে না, দেখছে বিবেক দিয়ে। বিবেকের কণ্ঠস্বরই হচ্ছে ভগবানের কণ্ঠস্বর।


বাতিঘর নাট্যদলের নাটক 'ভগবান পালিয়ে গেছে ' - ছবি: সংগৃহীত

আরো পড়ুন:এই বারবির নোবেল পুরস্কার আছে, স্বামীর সঙ্গে মালালার রসিকতা

প্রযোজনাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদ্দাম রহমান, ফয়সাল মাহমুদ, সঞ্জয় গোস্বামী, নুছরাত ইমাম বুলটি, ইয়াসির আরাফাত, সুইটি হোড়, সুমন স্মরণ, মৃধা অয়োমী প্রমুখ। পলাশ হেনড্রি সেনের আলোক পরিকল্পনায় মঞ্চ পরিকল্পনা করেছেন চারু পিন্টু। ফেরদৌসি আকতারের পোশাক পরিকল্পনায় কোরিওগ্রাফি করেছেন শিশির সরকার।

এম/


বাতিঘর ভগবান পালিয়ে গেছে মুক্তনীল

খবরটি শেয়ার করুন